৫২ রাজনীতি ডেস্ক ।।
দুর্নীতির অভেযোগে করা দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানিতে অংশ নিতে আদালতে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ জজ আদালতে পৌঁছান তিনি। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে আদালতে উদ্দেশে রওনা হন।
খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও এর আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি ও আগের সাক্ষ্য গ্রহণ বাতিলসহ দুটি আবেদন করবেন বলে বুধবার জানিয়েছিলেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার আহসানুর রহমান।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে খালেদা জিয়ার দুই মামলার শুনানির জন্য দিন নির্ধারণ রয়েছে।