টঙ্গী থেকে
টঙ্গীতে রিংকুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে শুক্রবার বাদ জুমা এলাকাবাসীর উদ্যোগে টঙ্গী-কালীগঞ্জ সড়কে এক মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী নতুনবাজারস্থ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল আমতলী এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে গোপালপুর জামিয়া আকাইদি মদিনা ইসলামীয়া মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন আশাদ সিদ্দিকী, মো. বিপ্লব আহমেদ মজুমদার, নবীন হোসেন, অলিদুর রহমান অলি, মো. রোমান শেখ, আল আমিন হোসেন, শাহরিয়ার হোসেন, মো. শরীফ শেখ, উজ্জল হোসেন, মো. রাসেল, মো. হান্নান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ‘অবিলম্বে রিংকুর হত্যাকারীদের বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে এবং দোষীদের মধ্যে যারা এখনও গ্রেফতার হয়নি তাদেরকে অচিরেই গ্রেফতার করতে হবে।’
উল্লেখ্য, গত ১২ জুন রাতে দুর্বৃত্ত্বদের হাতে নির্মমভাবে খুন হন রিংকু।