টঙ্গী থেকে
টঙ্গীতে আলোচিত পুলিশ সোর্স রাসেল হত্যা মামলার পলাতক আসামি দীল মোহাম্মদকে (২৭) গ্রেফতার করে গতকাল শুক্রবার জেলহাজতে প্রেরণ করেছে টঙ্গী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর এরশাদনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ সোর্স রাসেল হত্যা মামলার পলাতক আসামি দীল মোহাম্মদকে গ্রেফতার করে। রাসেল হত্যাকান্ডের পর থেকে সে পলাতক ছিল। দীল মোহাম্মদ মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। তাব বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে ।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮ টায় স্থানীয় থানা পুলিশের সোর্স রাসেলকে এরশাদনগর ৭ নং ব্লকের বেড়িবাঁধ এলাকায় সন্ত্রাসী ও কতিপয় মাদক ব্যবসায়ী ধাঁরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে ও জবাই করে খুন করে।
গতকাল শুক্রবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।