টঙ্গী থেকে
গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।
গতকাল রোববার সকালে সাতাইশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে স্থানীয় বিএনপি নেতা মোঃ নবীন হোসেন, মোঃ লিটন মিয়া, মোঃ জামাল খান, মোঃ আমজাদ মিয়া, মোঃ আক্কাস আলী সরদার, মোঃ জাহাঙ্গীর খান, মোঃ রফিক ভান্ডারী, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ নাছির, মোঃ মফিজুল ইসলাম খান, মোঃ আব্দুল হাই শেখ, নুর মোহাম্মদ খান, মোঃ বাছির উদ্দিন মোল্লা, আলহাজ্ব মকুল শিকদার, মোঃ আমীর আলী, মোকলেসুর রহমান, ইয়াছিন মোল্লা, মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে গাজীপুর-২ আসনের এমপি মো. জাহিদ আহসান রাসেলের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগ দেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ আজমত উল্লাহ্ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোঃ আসাদুর রহমান কিরণ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রখেন কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ আবুল হোসেন, আতাউর রহমান, নাছরিন আক্তার শিরিন, মোঃ ফিরোজ খাঁন, মোঃ বিল্লাল হোসেন, হাজী জয়নাল আবেদীন, মোঃ কবির হোসেন, মোঃ মোস্তফা কামাল, জুয়েল মন্ডল, মাসুম বিল্লাহ্ বিপ্লব, মোঃ আমজাদ হোসেন, আজিম হায়দার আদিম, মেহেদী হাসান কানন মোল্লা, সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু প্রমূখ।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী নগর ভবনের পৌর হাবিলদার সুযোগ সন্ধানী মো. নবীন হোসেন দেশে যে সরকার আসে সেই দলের সাথেই আতাঁত করে নিজের আখের গোছায় বলে এলাকায় জনশ্র“তি রয়েছে।