আজ সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের ২০১৫-২০১৬ অর্থ বছরের প্রস্তাবিত দ্বিতীয় বাজেট ঘোষণা অনুষ্ঠান গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এতে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ সভাপতিত্ব করবেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ জানান, বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড.আ.ক.ম মোজাম্মেল হক(এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব এ্যাড. রহমত আলী (এমপি)। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী (এমপি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল (এমপি), গাজীপুর-৪ আসনের মাননীয় সাংসদ সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এ্যাড.আজমত উল্লাহ্ খান প্রমুখ বক্তব্য রাখার কথা রয়েছে।