এবার ফিতরা ৬০ টাকা।
বুধবার সকালে ইসলামী ফাউন্ডেশনে ফিতরা নির্ধারণ কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দ্বীনি ও দাওয়া বিভাগের পরিচালক এ এম সিরাজুল ইসলাম। বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। ফিতরা নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা এ সভায় উপস্থিত ছিলেন।
গত বছর ১৪৩৫ হিজরি সনের ফিতরা ছিল মাথাপিছু সর্বনিম্ন ৬৫ টাকা এর আগের বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৫৫ টাকা, তার আগের বছর ৫৩ টাকা। ইসলাম ধর্ম অনুযায়ী, প্রত্যেক মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলে-মেয়ের পক্ষ থেকে পিতাকে এ ফিতরা দিতে হয়। পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের আগেই এই ফিতরা আদায় করা উত্তম।