টঙ্গীর আউচপাড়া এলাকার কথিত আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম সফি অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই থানা হাজতে আটক রইলেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার গভীর রাতে। সফিককে থানা হাজতে আটকের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও উপর মহলের তদবিরে ছাড়া পেলেন।
জানা যায়,গত শুক্রবার রাতে সফিউদ্দিন রোড এলাকা থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ইসমাইল নামে এক যুবককে আটক করে অতি উৎসাহী হয়ে নিজের গাড়িতে করে থানায় নিয়ে আসে। পরে ইসমাইলের স্বজনরা থানায় অবস্থানরত জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.মিজানুর রহমান ও এএসপি (সার্কেল) গোলাম সবুর এর কাছে সফির বিরুদ্ধে অভিযোগ তুললে পুলিশ প্রশাসন উল্টো সফিককে থানা হাজতে আটকে রাখার নির্দেশ দেন। এবিষয়ে থানার এএসপি (সার্কেল) গোলাম সবুরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন সফির বিরুদ্ধে এলাকাবাসীর ব্যাপক অভিযোগ থাকায় কিছু সময় আটক রাখা হয়েছিলো। পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে।