পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় নৃশংসভাবে খুন করে গাছে ঝোলানো হল এক মুসলিম কিশোরীকে। বাঁকুড়ার ভিকুরডিহি গ্রামের নিলুফা খাতুন (১৭) নামে ওই কিশোরীকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিলুফা খাতুন নামে ওই কিশোরী অন্যান্য দিনের মতো বুধবারও তার পাশের গ্রাম জেঠিয়া মাঠে গরু চরাতে যায়। সেখানে একটি জমিতে গরু ঢুকে ফসল খাওয়ার জেরেই তাকে মারধর করে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ। গ্রাম সংলগ্ন মাঠের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার হয়।
মৃত নিলুফা খাতুনের বাবা এনারুল হক জানান, ‘আমার মেয়ে গরু চরাতে গিয়েছিল। হয়তো পাশের গ্রামের কারো জমিতে গরু নেমে থাকতে পারে। সেজন্যই আমার মেয়েকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে কয়েকজন গ্রামবাসী।’
তিনি জানান, ‘বিকেলে মেয়ে বাড়ি ফিরছে না দেখে আমরা কয়েকজন খোঁজ করতে করতে গিয়ে দেখি মাঠের ধারে একটি গাছে মেয়ের দেহ ঝুলছে। ওরা মেয়েকে মেরে ওরই ওড়না গলায় পেঁচিয়ে ঝুলিয়ে দিয়েছে।’
মৃত নিলুফার ভাই মসিউর রহমান বলেন, ‘মহাদেব গড়াই, নিমাই গড়াই এবং রবি গড়াই এই কাজ করেছে।’
অভিযুক্ত জমি মালিক মহাদেব গড়াইকে গ্রামবাসীরা মারধর করে এক জায়গায় আটক করে রাখে। রাতে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ওই এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।