এম,এ কাশেম
শ্রীপুরের বাগের বাজারের শীর্ষ সন্ত্রাসী শাহাজাহান বাগেরবাজারে আটক হওয়ায় এলাকায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং মিষ্টি বিতরন করা হয় বলে জানা যায় ।
শাহাজাহান এলাকার মাঝে বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন ,তার অত্যচারে এলাকার মানুষ কেহ ভালভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা এবং রক্ষা পায়না গামেন্টস শ্রমিকেরা ও ।
তার গ্রেফতারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ম প্রান মানুষ তথা মহিলারা আল্লাহর দরবারে শুকুরিয়া জ্ঞাপন করেন এবং অভিযান পরিচালনাকারী পুলিশ অফিসারকে ধন্যবাদ জানান ।
সে দীর্ঘদিন যাবত সাপারি পার্ক ও বাগের বাজার ,মেম্বার বাড়ি ,ভবানিপুর এলাকায় পিকনিক স্পটের আগত মেহমানদের কাছ থেকে মোবাইল ছিনতাই ডাকতিসহ বিভিন্ন অপকর্ম করেন এবং মানুষের কাছ থেকে জিম্মি করে টাকা আদায় করতেন ও অনেক গামেন্টস শ্রমিকেদেরকে শালিনতাহানী করতেন বলে জানা যায় ।
পাশাপাশি সে একজন ইয়াবা ব্যবসায়ী হিসাবে বেশ পরিচিত। দীর্ঘ দিন যাবত ইয়াবা ও বাংলা মদের ব্যবসা সহ চোরাই মটর সাইকেলের সিন্ডিকেট ব্যবসা করে রাতারাতি অনেক কাল টাকার মালিক বনে যায় ।
তাহাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বিভিন্ন অপরাধের তথ্য বেরিয়ে আসবে বলে সচেতন মহল দাবি করেন । তার রয়েছে নিজস্ব সন্ত্রাস বাহিনী । সেই সন্ত্রাশ বাহিনীর সহায়তায় বাগের বাজার এলাকায় টাকার বিনিময়ে জমি দখল করে দিতেন বলে জানা যায় ।
সে দীর্ঘ দিন চোরাই গাড়ির ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে জড়িত রয়ছে বলে এলাকার সাধারন জনগণ দাবি করেন । । সে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করে এবং প্রশাসনকে তার হাতের ইশারায় চালায় বলে মানুষকে হুমকি অব্যহত রাখেন।সরেজমিন জানা যায় শাহাজাহান জয়দেবপুর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামী।
সে বানিয়ার চালা গ্রামের আনর উদ্দিনের ছেলে বলে জানা যায়। ধৃত শাহাজাহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা সহ দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদানের জন্য এলাকার জনগণ প্রশাসনের নিকট সু -দৃষ্টি কামনা করেন ।