এম,এ,কাশমে শ্রীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার কাউন্সিলর হারিছ মাঝি গ্রেপ্তার হয়েছেন। ২৫ জুন বৃহস্পতিবার গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।তিনি পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও গাজীপুর জেলা শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ডেরিক স্টিফেন কুইয়্যা বলেন, গত কিছুদিন আগে জয়দেবপুর ও শ্রীপুর থানায় তার বিরুদ্ধে ২০দলীয় জোটের সহিংতার সময় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮-১০টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রয়েছে। ইতোপূর্বে তিনি মাদক মামলায় একবার গ্রেপ্তারও হয়েছিলেন।