৫২ জাতীয় ডেস্ক ।।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির ভাগ্নে ওবায়দুল হক (৩৫) রাজধানী ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। তিনি বসুন্ধরা সিটিতে কোয়ালিটি আইসক্রিমের অফিস ম্যানেজার ছিলেন।
শুক্রবার দিবারাত পৌনে ১টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে রাজধানীর কলাবাগান থানার মাত্র ৩০০ গজ পূর্বে সেন্ট্রাল রোড গলিতে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। রাত আড়াইটায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে অরুপ রতন রায় নামে ওবায়েদের এক সহকর্মী হাসপাতালে আসেন। তিনি জানান, গুলিবিদ্ধ ওবায়দুর রহমান চট্টগ্রাম আ’লীগ নেতা নুরুল ইসলাম বিএসসির আপন ভাগ্নে। রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটিতে তার মামার মালিকানাধীন সানোয়ারা গ্রুপের কোয়ালিটি আইসক্রিম অফিসের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। অফিস শেষ করে রিক্সাযোগে তিনি তার বাসায় ফিরছিলেন। ৫৭ নর্থ সার্কুলার রোডের ভূতের গলিতে ওবায়দুল হক বসবাস করতেন বলে তিনি জানান।
পুলিশের ধারণা, হত্যাকারীরা ছিনতাইকারী নয়। তারা হত্যার জন্যই হামলা চালিয়েছিল। এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড।