৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের পাঁচ রাজ্যে বিধানসভার ছয়টি কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৫ টা পর্যন্ত। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার ভাগ্য নির্ধারণও হবে আজ।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা রাধাকৃষ্ণন নগর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রথম তামিলনাড়ুর আর কে নগর আসন থেকে কোনো হেভিওয়েট এআইএডিএমকে নেতা নির্বাচনে লড়ছেন। এই আসনে মোট ২৮ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে ২ লাখ ৫০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই উপনির্বাচনে এআইএডিএমকে নেত্রী জয়ললিতার সঙ্গে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সি মহেন্দ্রনের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যদিও নির্বাচনী মাঠে অন্য ২৬ জন নির্দলীয় এবং ছোট দলের প্রার্থীও রয়েছেন।
ডিএমকে, পিএমকে, ডিএমডিকে, কংগ্রেস এবং এমডিএমকে এই উপনির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
জয়ললিতার জয়ের পথ সুগম করতে এআইএডিএমকে-র পি ভেট্রভল তার আসন থেকে ইস্তফা দেন। সেই কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন জয়ললিতা।
প্রসঙ্গত, আয়ের চেয়ে বেশি সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জয়ললিতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়। যদিও কর্ণাটক হাইকোর্ট পরবর্তীতে তাকে সমস্ত অভিযোগ থেকে খালাস করে দেয়। জয়ললিতা আবারো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু তাকে ছয় মাসের মধ্যে যে কোনো একটি কেন্দ্র থেকে জিতে আসার বাধ্যবাধকতা থাকায় আজ নির্বাচনে লড়তে হচ্ছে।
অন্যদিকে, মধ্যপ্রদেশের গরোঠ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে নির্বাচন নিয়ে মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ তুলেছে কংগ্রেস।
এ ছাড়া মেঘালয় রাজ্যের চেকপোস্ট কেন্দ্র, কেরলের অরুভিক্কারা, ত্রিপুরার প্রতাপগড় এবং সুরমা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩০ জুন সমস্ত উপনির্বাচনের ফল প্রাকাশিত হবে।