টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে থানা প্রেসক্লাব রোডের টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতির কেন্দ্রীয় অফিস প্রাঙ্গনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মতিউর রহমান মতি।
এতে আরও বক্তব্য রাখেন ফজলুল হক, আব্দুল গণি মিয়া, মো. আজহার উদ্দিন, অধ্যক্ষ জাহীদ আল মামুন, মো. মোস্তাফিজুর রহমান টিটু, আব্দুল আলীম, মনির আহমেদ, ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, মোহাম্মদ আলী ভূঁইয়া প্রমুখ।