রাজধানীর আদাবর থেকে ব্যবসায়ী অপহরণের দায়ে পাঁচ অপহরণকারীকে আটক করেছে আদাবর থানা পুলিশ।
অপহরণকারীদের মধ্যে দুইজন সাবেক সেনা সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম।
রোববার বিকালে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।
বৃহস্পতিবার আদাবর থানা এলাকা থেকে গার্মেন্টসের স্টক মালামালের ব্যবসায়ী মোখলেস খানকে (৩২) অপহরণ করা হয়। পরদিন তার পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করা হয়।
এ অবস্থায় গত শনিবার পরিবারের পক্ষ থেকে ‘নিখোঁজ’ হয়েছেন মর্মে একটি জিডি করা হয়। ওই জিডিরি ভিত্তিতে আদাবর থানা পুলিশ অসুন্ধান চালিয়ে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। বিকালে তুরাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মোখলেস খানকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় পাঁচ অপহরণকারীকে।