অর্থমন্ত্রী আবুল
মাল আবদুল মুহিত বলেছেন,
রাজনৈতিক ও সামাজিক
সন্ত্রাসের কারণে প্রতিবছর দেশজ
উৎপাদনের (জিডিপি)২-৩ শতাংশ
কমছে’। তিনি বলেন‘রাজনৈতিক
অস্থিরতার কারণে এক শতাংশ
প্রবৃদ্ধি এবং সামাজিক সস্ত্রাসের
(দুর্নীতি) কারণে দুই থেকে তিন
শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয় না।’
জিডিপির ৩ শতাংশ ধরলে
দুর্নীতির কারণে বছরে ক্ষতির
আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৫
হাজার কোটি টাকা। এছাড়া
রাজনৈতিক অস্থিরতার কারণে
জিডিপির আরও ১ শতাংশ ক্ষতি
হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বৃহষ্পতিবার সপ্তম পঞ্চবার্ষিক
পরকিল্পনার খসড়া নিয়ে ঢাকার
শেরেবাংলানগরের এনইসি
সম্মেলন কক্ষে ঋণদাতাগোষ্ঠীর
স্থানীয় পরামর্শক গ্রুপের
(এলসিজি) সঙ্গে এক বৈঠকে এই
মন্তব্য করেন অর্থমন্ত্রী।
আবদুল মুহিত বলেন, আন্তর্জাতিক শ্রম
সংস্থার (আইএলও) সংজ্ঞা
অনুযায়ী দেশে বেকারের সংখ্যা
নির্ধারণ করা হয়। এ সংজ্ঞায়
দেশে বেকারের বাস্তব চিত্র
আসেনি। বাস্তবে দেশে
বেকারের সংখ্যা আরও বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর
২০১০ সালের জরিপ অনুযায়ী,
দেশে শিক্ষিত যুবকের সংখ্যা ৩
কোটি ৩৯ লাখ ৮৭ হাজার। এর মধ্যে
বেকারের সংখ্যা ১৯ লাখ ৫১
হাজার।
বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম
মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা
প্রতিমন্ত্রী এম্এ মান্নান ও উন্নয়ন
সহযোগী বিভিন্ন সংস্থা
প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।