আন্তর্জাতিক সীমানা বরাবর
পাকিস্তান উচ্চ ক্ষমতাসম্পন্ন
গোয়েন্দা ক্যামেরা বসাচ্ছে
বলে অভিযোগ করেছে ভারতীয়
সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
বিষয়টি নিয়ে পাকিস্তানি
রেঞ্জারদের উদ্দেশ্যে বিএসএফ
কড়া আপত্তি জানিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়েও
বিএসএফ এ ব্যাপারে রিপোর্ট
দেয়া দিয়েছে।
শনিবার বেসরকারি গণমাধ্যম
‘আজতক’ টিভি চ্যানেলের এক
খবরে বলা হয়েছে, পাকিস্তান
গোয়েন্দাগিরি করার জন্য
রাজস্থান সীমান্তে ভারতীয়
বর্ডার আউটপোস্ট সোজাসুজি উচ্চ
ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বসাচ্ছে।
আন্তর্জাতিক সীমান্তে ৫০০
মিটারের মধ্যে কোনো কিছু
স্থাপন করা অবৈধ। ফলে
পাকিস্তান আন্তর্জাতিক নিয়ম
লঙ্ঘন করে সীমান্তে ২০০/৩০০
মিটার দূরে উচ্চ ক্ষমতা সম্পন্ন
ক্যামেরা বসাচ্ছে।
বিএসএফ সূত্রের উদ্ধৃতি দিয়ে ওই
সংবাদে আরও বলা হয়েছে,
জয়সলমীর এবং বাড়মের সীমান্তে
পাকিস্তান এরইমধ্যে ক্যামেরা
বসানোর কাজ শেষ করেছে।
বীকানের এবং শ্রীগঙ্গানর-এ
এধরণের ক্যামেরা বসানোর কাজ
খুব্র দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রতি ২
কিলোমিটার পরপর ১৫ ফুট উঁচু
পোস্টে উচ্চ ক্ষমতা সম্পন্ন চীনা
ক্যামেরা বসানো হচ্ছে।
ক্যামেরার ব্যাটারি যাতে শেষ
হয়ে না যায় সেজন্য সৌর
প্যানেলও বসানো হচ্ছে। ভারতীয়
সীমান্ত চৌকি বরাবর এসব
ক্যামেরা বসানো হচ্ছে।
ভারতের পক্ষ থেকে আশঙ্কা করা
হচ্ছে, পাকিস্তান এ দিয়ে
গোয়েন্দাগিরি চালাবে কারণ,
এর দেখার ক্ষমতা প্রায় এক
কিলোমিটার পর্যন্ত হতে পারে।
পাকিস্তান এর মাধ্যমে গুপ্তচর
বৃত্তি করে অবৈধভাবে অনুপ্রবেশ
ঘটানোর চেষ্টা করতে পারে বলে
ভারতের পক্ষ থেকে আশঙ্কা করা
হচ্ছে। সংবাদে প্রকাশ, গত ছয়
মাসে পাকিস্তানের দিক থেকে
১৫ বারের বেশি অনুপ্রবেশের
চেষ্টা করা হয়েছে।
রাশিয়ার উফায় ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং
পাকিস্তানের প্রধানমন্ত্রী
নওয়াজ শরিফের মধ্যে বৈঠকের
একদিনের মধ্যেই এধরণের ঘটনা
প্রকাশ্যে আসায় চাঞ্চল্যের সৃষ্টি
হয়েছে।