মঙ্গলবার মন্ত্রিসভায়
রদবদল হতে পারে। সরকারি একটি
সূত্রে জানা গেছে, এদিন
সন্ধ্যায় নতুন কয়েকজন সদস্য শপথ
নিতে পারেন। ইতিমধ্যে তাদের
কাউকে কাউকে মঙ্গলবার ঢাকায়
অবস্থান করার জন্য বলা হয়েছে। এ
ধরনের বার্তা শপথ গ্রহণের
আমন্ত্রণের আগের বার্তা
হিসেবে ধরা হয়ে থাকে। নতুন মুখ
হিসেবে যাদের নাম শোনা
যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন
চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা
নুরুল ইসলাম বিএসসি, সাংসদ
ব্যারিস্টার ফজলে নূর তাপস,
খালেদ মাহমুদ চৌধুরী, আবদুল
কুদ্দুস, তারানা হালিম ও
প্রধানমন্ত্রীর সাবেক এপিএস
আলাউদ্দিন নাসিম। তাদের
মধ্যে নূরুল ইসলাম বিএসসি ও
তারানা হালিম
সংবাদমাধ্যমকে নিশ্চিত
করেছেন, সরকারের তরফ থেকে
তাদের কাছে বার্তা এসেছে
যে মঙ্গলবার যেন তারা ঢাকায়
অবস্থান করেন। আওয়ামী লীগের
গত সরকারের মন্ত্রীদের মধ্য
থেকে আবার ফিরতে পারেন
সাবেক বিমানমন্ত্রী কর্নেল (অব.)
ফারুক খান, সাবেক খাদ্যমন্ত্রী
ড. আবদুর রাজ্জাক, সাবেক
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। সূত্র
জানায়, নতুন সদস্য যুক্ত হওয়ার
পাশাপাশি মন্ত্রিসভা থেকে
বাদ পড়তে পারেন দু-তিনজন। এর
মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন
চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী
অ্যাডভোকেট কামরুল ইসলামের
নাম থাকতে পারে বলে সূত্র
জানায়।