৫২ রাজনীতি ডেস্ক ।।
বাংলাদেশে কয়েকদিনের অবিরাম বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা ঢলের পানিতে দেশের নিম্নাঞ্চলসহ ২০টি জেলার বন্যা কবলিত মানুষ এবং ঘূণিঝড় কোমেনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এরই মাঝে বিএনপি চেয়ারপারসনের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফেনীর বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ত্রাণ বিতরণ শুরু করেছেন। তার সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।
বন্যার্তদের প্রত্যেকের জন্য পাঁচ কেজি করে চাল, সয়াবিন তেল, ডাল, লবণসহ আরো কয়েকটি প্রয়োজনীয় পণ্য রয়েছে। এসব সহ নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য দিয়ে শুক্রবার সকালে তাদের ফেনীর ফুলগাজীতে পাঠান খালেদা জিয়া। পাশাপাশি ওইসব এলাকায় আরো ত্রাণসামগ্রী পাঠানোর প্রয়োজন কী-না, সে বিষয়টিও খতিয়ে দেখবেন। এছাড়া স্থানীয় বিএনপির বিত্তবান নেতাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেবেন।
এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি স্থানীয় বিএনপিকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব দুর্গম এলাকায় ঢাকা থেকে ত্রাণ পাঠানো সম্ভব না হলে, খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতারাই ত্রাণ বিতরণের ব্যবস্থা করবেন।
এদিকে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেইসাথে দুর্যোগপূর্ণ এলাকায় মানুষের পাশে দাঁড়ানোরও নির্দেশ দেয়া হয়েছে।