৫২ অর্থনৈতিক প্রতিবেদক।।
‘বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০১৪’ পেয়েছেন কুয়েত প্রবাসী ভোলার জাকির হোসেন। দ্বিতীয়বারের মতো তিনি এ অ্যাওয়ার্ড অর্জন করেন।
শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০১৪’ প্রদান করেন গভর্নর ড. আতিউর রহমান। এসময় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী আরো ৩০ জন (২৫ জন রেমিটার ও ৫ জন বন্ডে বিনিয়োগকারী) এবং ২টি অনিবাসি বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাইজসকে এই আওয়ার্ড প্রদান করা হয়।
জাকির হোসেন ৩৩ বছর ধরে কুয়েত সিটিতে কর্মরত আছেন। দেশের মাটিতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স) অগ্রণী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে এবারের অ্যাওয়ার্ড অর্জন করেছেন। গত বছরও তিনি এই অ্যাওয়ার্ড অর্জন করেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত জাকির হোসেন বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রবাস জীবন আসলে হাজতখানা। জীবনে অনেক কষ্ট করেছি। তার একটি প্রতিদান পেলাম।
তিনি আরো বলেন, আমার পাঠানো রেমিটেন্স দিয়ে আমার জীবনের পরিবর্তন ঘটেনি। পরিবর্তন ঘটেছে অসংখ্য বাংলাদেশি সাধরণ মানুষের। কারণ, আমি দেশের মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা করেছি। কুয়েতের দানবীর খালেদ সুবাহির সহায়তায় আমি ৩০০টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছি। ২০০৫ সাল থেকে ভোলা জেলাসহ ১৩ জেলায় প্রতিষ্ঠিত মাদ্রাসায় থেকে বের হওয়া শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে। তারা দক্ষ হয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠছে।’
অনুষ্ঠানে নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী, আবু হেনা রাজি হাসান, নাজনীন সুলতানা ও ট্রেনিং একাডেমীর অধ্যক্ষ কে এম জামশেদুজ্জামান।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের ৩১ জনের মধ্যে ১১ জনের হিসাব জনতা ব্যাংকে, ৪ জনের হিসাব ইসলামী ব্যাংকের, ৪ জনের স্ট্যাডর্ড চার্টাড ব্যাংকে, এইচএসবিসি ব্যাংকে৪ জনের, ২ জনের হিসাব সোনালী ব্যাংকে, ২ জন এনআরবি কমার্শিয়াল ব্যাংকে, অপর ৪জনের হিসাব অগ্রনী, আলআরাফাহ, দি সিটি, ও রূপালী ব্যাংকে হিসাব রয়েছে। অ্যায়াওার্ডপাপ্ত এক্সচেঞ্জ হাউস হলো-প্লাক এনকে করপোরেশন ও ন্যাশনাল এক্সচেঞ্জ হাউস