৫২ জাতীয় ডেস্ক ।।
বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
শনিবার বেলা বারটার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শোকের মাসের ৪০ দিনের কর্মসূচি শুরু করেন। এর আগে, সেখানে দোয়া পাঠ করেন তারা।
সকালে, দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানোর পর, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আশরাফ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের আলোকে বর্তমান সরকারের মেয়াদ শেষে পরবর্তী নির্বাচন হবে। মধ্যবর্তী কোন নির্বাচন হবে না। সেই লক্ষ্যে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারি পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে অন্য কোনো রূপরেখা বা ভাবনায় কাজ হবে না।
তোফায়েল আহমদ আরো বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করা হবে।
এ বছর বঙ্গবন্ধু হত্যার ৪০তম বার্ষিকীতে আওয়ামী লীগ ৪০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শোক মাসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু করে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এছাড়া আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, কোরআনখানী ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, বিভিন্ন জেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।