৫২ রাজনীতি ডেস্ক ।।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও সম্পত্তি দখল, শিশুহত্যা, নারী নিযার্তনসহ মানুষের অধিকার রক্ষায় ব্যর্থতার জন্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
আসাদুজ্জামান রিপন বলেন, পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গত (বৃহস্পতিবার) বলেছে, দেশের বিভিন্ন স্থানে শাসক দলের লোকেরা তাদের সম্পত্তি দখল করছে। তাদের মেয়েদের ধর্ষণ করছে। তারা প্রধানমন্ত্রীর বেয়াই স্থানীয় সরকারমন্ত্রীর নাম উল্লেখ করে বলেছে, ফরিদপুরে হিন্দু জমিদারবাড়ির দেয়াল ভেঙে জায়গা দখল করা হচ্ছে। ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য দবিরুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের ভূমি দখল করেছেন।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশ্য এ বিএনপি নেতা বলেন, আপনাদের ঝেড়ে কাশার সময় হয়েছে। ইনিয়ে-বিনিয়ে বা ঘুরিয়ে-পেঁচিয়ে নয়, সরাসরি বলুন; শাসক দলের মন্ত্রী-এমপি ও লোকেরা আপনাদের নির্যাতন করছে। সম্পত্তি দখল করছে। মেয়েদের ধর্ষণ করছে।
রিপন আরও বলেন, প্রচার করা হয়, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতন ভোগ করে। কিন্তু প্রমাণিত হয়েছে, বিএনপি নয়; আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দুদের সম্পত্তি জবরদখল হয়। মানুষ নির্যাতনের শিকার হয়। বর্তমানেও শাসক দলের লোকদের হাতে বিশেষ করে মন্ত্রী-এমপিদের হাতে তারা নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের সম্পত্তি দখল হচ্ছে। মেয়েরাও ধর্ষণের শিকার হচ্ছেন।
তিনি বলেন, বিএনপি কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাস করে না। বাংলাদেশী জাতীয়তার ভিত্তিতে এ দেশে আমরা সবাই বাংলাদেশি। আইন ও সংবিধানসম্মত অধিকারের দৃষ্টিতে সবাই সমান, আমরা এ তত্ত্বে বিশ্বাস করি।
এদিকে, সরকারের বিরুদ্ধে সংগ্রামে ঝাপিয়ে পড়তে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, আমাদের বাঁচতে হবে। কথা বলার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। এই জন্য সংগ্রামের কোনো বিকল্প নেই। সংগ্রাম করেই বিশ্বের সব দেশ বড় হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমেই সংগ্রাম শেষ হয়ে যায়নি। যুদ্ধ করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান ও ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।