নুরুল আমিন, ভোলা দক্ষিন প্রতিনিধি ।।
ভোলায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় ও দুপুর ১টায় এ ২টি দূর্ঘটনা ঘটেছে বলে এলাকা সূত্রে জানিয়েছে।
জানা যায়, ভোলা-চরফ্যাসন সড়কের আজিমুদ্দিন এলাকায় সকাল সাড়ে ৮টায় এম.এম. এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে গেলে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম (৩৫) নামের একযাত্রী নিহত হয়েছে। আহত ৩০ যাত্রীকে ভোলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সাইফুলের বাড়ী লালমোহন উপজেলার ডাওরী হাট এলাকায়।
জোহর নামাজ বাদ জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অপর দিকে, লালমোহনের ফরাশগঞ্জ এলাকায় রাস্তা পারাপারের সময় দুপুর ১টায় মোটর সাইকেল চাপায় সিয়াম (৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সিয়ামের পিতার নাম রিপন। তার বাড়ী ফরাশগঞ্জের উত্তর কিশোরগঞ্জ গ্রামে।
আছর বাদ সিয়ামের জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে। পৃথক দুটি সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান।