৫২ ডেস্ক।।
চট্টগ্রামে হরতালের নামে যেকোন নাশকতা রুখতে প্রশাসনের পাশে থাকার ও রাষ্ট্রবিরোধী অরাজকতার বিরুদ্ধে তীব্র যুদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সোমবার রাতে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে তারা বলেছেন, যারা নাশকতা করছে তারা পাকিস্তানের প্রেতাত্মা। যারা নাশকতা চালাচ্ছে তাদের নিশ্চিহ্ন করার ক্ষমতা আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রাখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের মোকাবিলা করবে।
চট্টগ্রাম বিভাগীয় ২০ দলের পক্ষ থেকে মঙ্গল ও বুধবার টানা ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয় সোমবার বিকেলে। এর কয়েক ঘন্টা পরই রাতে এ বিবৃতিতি দেন নগর আওয়ামী লীগের শীর্ষ এই দুই নেতা।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বাঙালি জাতির অস্তিত্ব রক্ষায় যে সাহসী ভূমিকা নিয়েছেন সেই লড়াইয়ে নগর আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী আত্মোৎসর্গ করবে। যেখানেই অগ্নিসংযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ হবে সেই এলাকার ২০ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে পাল্টা হামলা হবে। আন্দোলনের নামে হরতাল-অবরোধ করে সাধারণ মানুষকে জিম্মি করার অপচেষ্টার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
তারা বলেন, নাশকতাকারীদের তালিকা আমাদের কাছে আছে। তারা সহিংসতা না ছাড়লে তাদের প্রতিও পাল্টা হামলা চালানো হবে।
এরআগে গত রোববার ১৪ দলের এক বৈঠকে ২০ দলীয় জোটকে পাল্টা হামলার ঘোষনা দিয়েছিল ১৪ দলীয় জোট।