গাজীপুর থেকে এমএ কাশেম ।।
শ্রীপুরের বরমীর পাঠানটেক এলাকা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর গতকাল বুধবার সকালে সোহাগ ঘোষ নামে এক হোটেল ব্যবসীয়র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোহাগ ঘোষকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে পরিবার। নিহত সোহাগা বরমী এলাকার সজল ঘোষের ছেলে।
নিহতের বাবা সজল ঘোষের বরাত দিয়ে শ্রীপুর থানার এস আই সোহরাওয়ার্দী বলেন, মঙ্গলবার সকালে সোহাগ ঘোষ বাড়ি থেকে বের হয়ে বাড়িতে আর ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।
পরে গতকাল বুধবার ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সামনের আম গাছে সোহাগের লাশ ঝুলতে দেখতে পেয়ে তার পরিবার পুলিশে খবর দেয়। সোহাগকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।