৫২ মফস্বল ডেস্ক ।।
গাজীপুরে পুলিশের প্রিজন ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যুদ্ধাপরাধীসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর এলাকার ভাওয়াল জাতীয় উদ্যানের দুই নাম্বার ফটকের সামনে গত বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেফতার হওয়া ময়মনসিংহের ফুলবাড়িয়ার কেশরগঞ্জ এলাকার আমজাদ হোসেন (৭৫) ও ভালুকজান এলাকার রিয়াজ উদ্দিন ফকিরকে ময়মনসিংহ কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে ঢাকায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ আদালতে নিয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে আসামীবাহী ঢাকাগামী প্রিজন ভ্যানের সাথে যাত্রীবাহী একটি ময়মনসিংহগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেইটের সামনে এসে পৌছালে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিপরীত দিক থেকে নেত্রকোনাগামী নেত্রকোনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মানবতাবিরোধী অপরাধের মামলার মঙ্গলবার গ্রেফতার হওয়া আমজাদ হোসেন ও রিয়াজ উদ্দিন ফকির এবং ফুলবাড়িয়া থানার এএসআই নূর উদ্দিন, নায়েক মোস্তাফিজুর রহমান, কনষ্টেবল মো. ওয়াসিম ও প্রিজন ভ্যানের চালক মো. মেহেদী হাসান আহত হন। ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব সমকালকে জানান, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যনালের গ্রেফতারি পরোয়ানা মঙ্গলবার ফুলবাড়িয়া থানায় পৌঁছার পরপরই অভিযুক্ত ওই যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা হয়।
গত বুধবার ভোরে ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) খলিলুর রহমানের নেতৃত্বে বিশেষ নিরাপত্তায় তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা নাওজোড় ফাঁড়ির ইনচার্জ এস আই বাহার আলম জানান, খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে টঙ্গী সদর হাসপাতালে পাঠানো হয়। টঙ্গী সরকারি হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা.মো. মাসুদ রানা জানান, আহতদের মধ্যে গুরুতর আবস্থায় পুলিশের নায়েক মোস্তাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওদিকে দুর্ঘটনার পর গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মঈনুল হক ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।