৫২ মফস্বল ডেস্ক ।।
গাজীপুরের বাঘেরবাজারে সাবাহ গাডেনের রাস্তায় মা শিফা ইউনানী ফামেসী ও হারবাল নামের এক ভুয়া ক্লিনিকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে নয় মাস যাবৎ অপচিকিৎসা করে আসছিলেন। ডাক্তার পরিচয় দানকারী আজিজুল, কিন্তুু হারবাল চিকিৎসার বৈধভাবে কোন কাগজপত্র না থাকলেও এলাকার কিছু মাতবরের সহযোগিতায় বীরদর্পে হোমিওপ্যাথিক,এ্যালোপেথিক সহ সব প্রকারে চিকিৎসা করে আসছিলেন।
চিকিৎসার নামে দামী ব্যানার দিলে ও ব্যানারের অন্তরালে কান চোখ নাকের ঝূঁকিপ্রবণ অপচিকিৎসা করেছে বলে জানান। জানা গেছে, গত এক সাপ্তাহ আগে আম্বিয়া নামের এক মহিলা মাথাব্যথার সমস্যার কারনে আজিজুল হক ডাক্তারের কাছে চিকিৎসার জন্য আসেন ।
কথিত ডাক্তার মহিলাকে হারবালের ওষুধ মাথাব্যাথার জন্য দেন। রোগী ওষুধ খাওয়ার পরে তার রোগের সুফল না পেয়ে বরং তার বাম চোখে দেখতে সমস্যা হয় এবং দিন দিন চোখের অবনতি হয় এবং রোগী পরে চক্ষু চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন বাম চোখের সম্পূর্ণ দৃষ্টি হারিয়ে গেছে।
তিনি তার অপচিকিৎসা ঢেকে রাখতে এবং নিজেই আত্নরক্ষার জন্য ভুয়া কথিত ডাক্তার আজিজুল কৌশলে উন্নত চিকিৎসার কথা বলেন,ও স্থানীয় ভাবে কিছু দালাল ও মাতব্বরদের সহযোগীতায় গোপনে টাকার বিনিময়ে দফা-রফার চেষ্টা করেন।
কিন্তু রোগী তার সু-চিকিৎসার দাবি করলে দালালরা রোগীকে হুমকি দিয়ে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়া রাখেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা রোগীকে এক পলক দেখার জন্য ভীড় জমান এবং ভুয়া ডাক্তারের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান।
রোগীর স্বামী আব্দুল মোতালিব জানান ডাক্তার আজিজুল আমার সব শেষ করে দিয়েছেন আমি তার বিচার চাই। আমরা গরীব বলে কি সুবিচার পাবো না ! আমার স্ত্রীর চোখের দৃষ্টির মুল্য কি কেউ দিতে পারবেন এলাকার কিছু মাতবর বিচারের নামে প্রহসনের জন্য তাদের বিচার মানতে বাধ্য করা হচ্ছে ও জোর করে কাগজের মধ্যে স্বাক্ষর করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে আমাদের অথনীতির প্রতিবেদক জানতে চান এরা কারা আপনাকে হুমকি ও জোর করে স্বাক্ষর নিচ্ছে তাদেরকে চিনেন কিনা ভয়ে কারও নাম প্রকাশ করতে সাহস না করলে ও আমজনতার সামনে মাসুদ নামের এক বি এন পির নেতার নাম বলেন! অভিযোগ বা মামলা করছেন কিনা জানতে চাইলে মাতবর ও বি.এন.পির নেতার ‘মাসুদের’ ভয়ে সাহস পাচেছনা বলে জানান।
ভিকটিম আম্বিয়ার বাড়ী ময়মনসিংহ জেলায় ইশ্বরগঞ্জ থানার নিচতোলন্দর গ্রামের বাসিন্দা বলে জানান গেছে ।