‘প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনারই অবদান,
শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’
৫২ টঙ্গী প্রতিনিধি ।।
‘প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনারই অবদান, শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ এই শ্লোগানকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশন জোন-১ এর আওতাধীন ও শহর সমাজসেবা কার্যালয় টঙ্গীর অধীন টঙ্গী আঞ্চলিক নগর ভবনে প্রতিবন্ধী ভাতা, হিজড়া ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে ও টঙ্গী সমাজসেবা কর্মকর্তা আ.ফ.ম আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, কবির আল আসাদ, মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল আলম, মো. হেলাল উদ্দিন।
এসময় ২০৯জন প্রতিবন্ধীকে বাৎসরিক ৬ হাজার টাকা, ৯৫ জন বয়স্ককে ৪হাজার ৮শ’ টাকা, ৩৫জন হিজড়াকে ৬হাজার টাকা এবং ১৩২ জন শিক্ষা প্রতিবন্ধীসহ মোট ১০ হাজার ৬৯ জনের মাঝে বিভিন্ন হারে মোট ৫ কোটি, ৫ লক্ষ ৫৪ হাজার ৩৬০ টাকা ভাতা প্রদান করা হয়।