৫২ মফস্বল ডেস্ক ।।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় গত ২৬ আগষ্ট বুধবার সকালে হামলা ও ছিনতাই এর ঘটনা ঘটেছে।হামলাকারী গ্রীণ টেক্সটাইলের কমর্কতা আব্দুল আলিম, মোরশেদ কামাল ও তাদের ছয় থেকে সাত জন অনুসারী বলে জানা গেছে ।হামলার স্বীকার ঐ কারখানার করা মামলায় হাজিরা দিতে আসা এক ব্যাক্তিকে আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
হামলার স্বীকার ঐ ব্যাক্তির ড্রাইভার হালান মিয়া জানান, ‘বুধবার সকালে ঢাকা থেকে ঢাকা মেট্রো ১৩-৩৬৫১ নাম্বারের প্রাইভেটকারে করে দুইজন লোক নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলাম। আমার গাড়িটি যখন ভরাডোবা পৌছায়, তখন সামনে থেকে ছয় সাত জন লোক ব্যারিকেট দিয়ে গাড়িটি আটকায়। কোন কিছেু বুঝে উঠার আগেই আমার গাড়িতে থাকা একজনকে টেনে হেচড়ে বাহির করে মারধর করতে থাকে। গাড়িতে থাকা অপর ব্যাক্তি তাকে বাচাঁতে এগিয়ে আসলে সে ও আহত হয়।’
স্থানীয়রা এই ঘটনা দেখে এগিয়ে আসলে হামলাকারীরা আহতদের সোনার চেইন ,নগদ ২৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট, দুইটি ল্যাপ্টপ নিয়ে পালিয়ে যায় ।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় তোফাজ্জল হোসেন জানান, ‘সকালে ভরাডোবা বাজারে নাস্তা করতে আসলে দেখি, গ্রীণ টেক্সটাইলের এডমিন ডি.জি.এম আব্দুল আলিম ও মোরর্শেদ কামাল সহ সাত আট জন লোক রাস্তার পাশে দাড়িয়ে আছে। এমন সময় ঢাকার দিক থেকে আসা একটি প্রাইভেট থামিয়ে তারা একজনকে নামিয়ে মারধর করতে থাকে । পরে আমরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।’
এ ব্যপারে আহত ব্যাক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিকদের বিরুদ্ধে গ্রীণ টেক্সটাইলের করা একটি মামলায় হাজিরা দিতে আমি ময়মনসিংহ যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার সাথে ঐ কারখানার এডমিনের আলিম ও কামালের সাথে মোবাইলে কথা হয়, তারা আমাকে হাজির হতে নিষেধ করে ।
আমি বলি আমিতো মাওনা ক্রস করে ফেলেছি, পরে তারা আমার অবস্থান জানতে পেরে ভরাডোবায় অবস্থান নিয়ে আমাকে আটকিয়ে হাজির হতে নিষেধ করে । কিন্তু আমি রাজি না হওয়ায় তারা আমাকে মারধর করে। তারা বলে তুই হাজির না হলে তোর বিরুদ্ধে ওয়ারেন্ট হবে তোকে একদিন হলেও জেল খাটাবো।
পরে স্থানীয়রা আমাদের বাচাঁতে এগিয়ে আসলে তারা আমার সোনার চেইন, দুটি মোবাইল, দুটি ল্যাপ্টপ সহ নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ।
এ ব্যপারে গ্রীণ টেক্সটাইলের আব্দুল আলিম ও মোর্শেদ কামাল এর সাথে যোগাযোগ করা হলে তারা মামলার কথা স্বীকার করলেও হামলার অভিযোগ অস্বীকার করেন ।