৫২ মফস্বল ডেস্ক ।।
শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারী পার্কে দর্শণার্থী দুই পক্ষের সংঘর্ষে হয়েছে। এতে ছয় জন আহত হয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি করা করেছেন কর্তৃপক্ষ ।
আজ শুক্রবার বিকালে পার্কের ভেতর দর্শণার্থীরা ঘোরা ঘুরির সময় স্হানীয় একটি পক্ষের মধ্যে ঢাকা থেকে আসা দর্শণার্থীদের সাথে কথা কাটাকাটি, বাগবিতন্ডা ও হাতাহাতি হয়।পরে পরিস্হিতি খারাপ দেখে পার্কে কর্তব্যরত স্টাফেরা ফাকা গুলি করে ঘটনা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে পার্কের কর্মচারীদের উপর আক্রমণ করার চেষ্টা করেন। এই সময় দর্শণার্থীদের উভয়ের মধ্য ছয়জন আহত হন ।
স্হানীয় আহতদের মধ্য শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুর রশীদের ছেলে জসীম উদ্দিন (৩৫), তার চাচাতো ভাই দিলশাদ (২২), ভাগিনা তুষার (২০) ও অপরপক্ষের তিনজন। সংঘর্ষের সময় জসীমের পায়ের দুটি আঙ্গুল কেটে যায় ।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার তেজগাঁও থেকে কমপক্ষে ১২ জন দর্শণার্থী সাফারী পার্কে বেড়াতে আসে।
অপর দিকে শ্রীপুরের মাওনা মুলাইদ থেকে একই পরিবারের তিন যুবকও সেখানে বেড়াতে যায়। বিকেল পার্কের ভেতর ঘোরা ঘুরির সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, বাগবিতন্ডা ও হাতাহাতির মধ্য দিয়া উক্ত ঘটনার সৃষ্টি হয়। এ সময় সাফারী পার্কের রেঞ্জ কর্মকর্তারা ফাঁকা গুলি করে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে সাফারি পার্কের প্রকল্প পরিচালক তপন কান্তি দে বিষয়টি নিশ্চিত করেন ।