৫২ মফস্বল ডেস্ক ।।
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের কাফিলাতলি গ্রামে প্রথম শ্রেনীর ছাত্রী শিশু (৭) কে ধর্ষনের চেষ্টার ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এর মধ্য রয়েছেন রাজা বাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য নিহার মেম্বার তিনি দীর্ঘ চার দিন যাবত ভিক্তিমের বাবাকে ধর্ষণের ঘটনা টি অর্থের বিনিময়ে শেষ করার জন্য একাধিক বার চাপ সৃষ্টি করেন বলে জানান ।
ঘটনার চারদিন পর শনিবার বিকালে ওই শিশুর পিতা শ্রীপুর থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত খোরশেদ আলম (২২) কে গ্রেফতার করে।মামলা সূত্রে জানা যায়, ইজ্জতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ওই শিশুর পিতা কাফিলাতলী গ্রামের আলাউদ্দিনের বাড়ীতে প্রায় ৫ বছর যাবত ভাড়ায় থাকে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই শিশু পার্শ্ববর্তী সেলিমের বাড়ীতে খেলা করছিল। খোরশেদ ওই শিশুকে কৌশলে সেলিমের বাড়ীর বাথরুমে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।
শিশু ডাক চিৎকার দিলে খোরশেদ তাকে ভয়ভীতি দেখিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় ওই শিশুর খেলার বন্ধুরা ঘটনাটি দেখে ফেললে খোরশেদ শিশুটি কে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। শিশুর পিতা জানায়, তার বাড়ী চাঁদপুর জেলার মতলব থানার মধ্যম দেগুলদী গ্রামে। স্থানীয় প্রভাবশালী হেলাল উদ্দিন, আলাউদ্দিন ভান্ডারীসহ অন্যরা ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার নেহার ধর্ষণের ঘটনা অর্থের বিনিময়ে আপোষ মিমাংসার চেষ্টা করে এবং থানায় মামলা করতে ও নিহার মেম্বার নিষেদ করার কারনে থানায় মামলা করতে বিলম্ব হয় বলে জানান ।
ইউপি সদস্য নিহারের ভয়ে থানায় মামলা করতে পারেনি বলে জানান । ঘটনার চারদিন পর শনিবার শ্রীপুর থানায় মামলা করলে পুলিশ ধর্ষক খোরশেদ কে অভিযান চালিয়ে গ্রেফতার করে। এ ব্যাপারে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নেহারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি শুনার পরপরই তিনি বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা করেছেন ধর্ষণের ঘটনা কি ইউপি সদস্যদের আপোষ করার নিয়মনীতি আছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান । শ্রীপুর থানার মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ আলী জিন্নাহ জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করে আসামী অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ জামান জানান আমি ঘটনা জানার পরে নারী ও শিশু আইনের ৯ এর ৪ এর ক ধারা মোতাবেক মামলা নিয়েছি যার শ্রীপুর থানা মামলা নং ০৮ ,এবং ধর্ষককে গ্রেফতার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।