এম,এ কাশেম গাজীপুর,
জেলার শ্রীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের দালালদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দুর্বৃত্তদের হামলায় দৈনিক খবরপত্র পত্রিকার সাংবাদিক আনোয়ার হাসান গুরুতর আহত হয়েছে।
রবিবার সকালে উপজেলার মাওনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আনোয়ার হাসান বাদী হয়ে স্থানীয় আ. ছাত্তারের ছেলে সাজ্জাদ জামান রুবেল, নুরুল ইসলামের ছেলে সজিব, সাহাব উদ্দিনের ছেলে সজীব মিয়াসহ অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, রবিবার সকাল ১০টায় আনোয়ার হাসান তার বাড়ির একটি বৈদ্যুতিক মিটারের সংযোগের জন্য ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসে যায়। এসময় কথিত বিদ্যুৎ সমিতির দালালসহ সাত থেকে আট জন পিছন দিক থেকে তার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা একটি মোবাইল ফোন, ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে তাকে টেনে হেচড়ে পাশের ড্রেনে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় শ্রীপুর প্রেস ক্লাবের একাংশের সভাপতি মাহফুল হাসান হান্নান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিন্দা ও প্রতিবাদ জানান। গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. কাশেম, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম খান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, সংবাদকর্মীকে মারপিটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।