৫২ জাতীয় ডেস্ক ।।
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবাদ বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী আজ (সোমবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এ আবেদনের ওপর আংশিক শুনানি হয়। এর পর ৩০ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রিট আবেদনে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি (শৃঙ্খলা), টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, মা-ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন করার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী গত শুক্রবার কালিহাতী সদরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ গুলি চালালে ওই দিনই তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অন্তত ৫০ জন।
পুলিশের গুলিতে আহত মো. রুবেল হোসেন (২০) গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে। ওই ঘটনা তদন্ত করতে পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে, পুলিশের ওপর হামলার অভিযোগে ৭০০-৮০০ ব্যক্তিকে আসামি করে পুলিশ মামলা করায় গ্রেফতার আতঙ্কে আছে এলাকাবাসী।
এ ঘটনায় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত শনিবার কালিহাতী ও ঘাটাইল থানার সাতজন পুলিশকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে ক্লোজ করা হয়।