সৌদি আরবের মিনায় আজ বৃহস্পতিবার পদদলিত হয়ে কমপক্ষে ৭১৭ জন হাজির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাত শতাধিক হাজি।
হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর মারার সময় এই দুর্ঘটনা ঘটে।
সৌদির সিভিল ডিফেন্সের টুইটারে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, মিনায় উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত উদ্ধারকর্মীরা ৭১৭ হাজির মরদেহ উদ্ধার করেছে। এবার ২০ লাখের মতো মুসলমান হজ পালন করছেন।
গত ১১ সেপ্টেম্বর হজ চলাকালে মক্কায় মসজিদুল হারামে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে ১০৯ জন নিহত হন।
২০০৬ সালের জানুয়ারিতে মিনায় শয়তানের প্রতি পাথর নিক্ষেপের সময় দুর্ঘটনায় ৩৬৪ হাজির মৃত্যু হয়।