৫২ মফস্বল ডেস্ক ।।
“আমাদের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের” এ শ্লোগানকে ধারন করে প্রতিবারের মতো ঈদুল আযহার পর গাজীপুর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম এর সহযোগিতায় টঙ্গীর পরিবেশ রক্ষায় আধুনিক পরিবেশ উন্নয়ন সংগঠন অভিযাত্রা পরিবার ও যুগান্তর- স্বজন সমাবেশ, টঙ্গী শাখার ঈদ উত্তর কোরবানীর পশুরবর্জ্য অপসারণ, জবাইকৃত পশুর রক্ত-হাড়-মলমূত্র মাটি চাপা এবং কোরবানীকৃত স্থানে ব্লিচিং পাউডার ছিটানোর সপ্তাব্যাপী এক পরিচ্ছন্ন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
ঈদের পরের দিন গত ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় বড় দেওড়াস্থ অভিযাত্রা অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচী শুভউদ্বোধন হয়। তা চলবে আগামী ২ অক্টোবর শুক্রবার পর্যন্ত। যুগান্তর স্বজন সমাবেম, টঙ্গী শাখার সভাপতি ও অভিযাত্রার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক অলিদুর রহমান অলির পরিচালনায় ও অভিযাত্রার চেয়ারম্যান আজিম হায়দার আদিম এর সভাপতিত্বে কর্মসূচীটি উদ্বোধন করেনÑ বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো: সোলেমান হায়দার । অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেনÑ টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটির সহ সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু, বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী, হাজী তোফাজ্জল হোসেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মো; মনিরুজ্জান , বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ গাজীপুর শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল টঙ্গী শাখার নেতা সমাজ কর্মী গোলাম কুদ্দুস মোল্লা, বাংলাদেশ আওয়ামী পেশাজীবিলীগের গাজীপুর মহানগর শাখার সভাপতি শাহ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিযাত্রার ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, পরিচালক নাসিমুল গনি, আহমেদ, লিটন সিকদার, বায়জীদ বোস্তামী মুরাদ, সমাজ সেবক আক্তার হোসেন, জামাল হোসেন, ডাঃ এম. এ আউয়াল, ফারুক আহমেদ, মহিউদ্দিন, মো: হাবিব, ওবায়দুল হক সরকার, আব্দুল হক, কাজী তাজুল ইসলাম, টুডে টাইমস টুয়েনটি ফোরের এডমিন পেনেল সম্পাদক জাহাঙ্গীর রনি প্রমুখ।
উল্লেখ্য এবারও গাজীপুর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ডের বেশকিছু এলাকায় সপ্তাহব্যাপী এই পরিচ্ছন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ১০টি ট্রলিভ্যান, ২০জন শ্রমিকসহ অভিযাত্রা’র সকল পরিচালকবৃন্দ ও যুগান্তর- স্বজন সমাবেশ, টঙ্গী শাখার সকল সদস্যবৃন্দ একসাথে এলাকার প্রতিটি পাড়া, মহল্লায় ঘুরে ঘুরে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে পরিবেশ যাতে দূষিত না হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সোলেমান হায়দার বলেনÑ টঙ্গী’র ৫৩নং ওয়ার্ডের বড় দেওড়া গ্রামকে আধুনিক করার লক্ষ্যে কিছু শিক্ষিত, কর্মঠ, নিষ্ঠাবান ও সমাজ উন্নয়নে কাজ করতে সক্ষম যুবক আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠনে ২০০৩ সালে গড়ে তুলে “অভিযাত্রা”র পথ চলা শুরু। তার সাথে যুগান্তর- স্বজন সমাবেশ, টঙ্গী শাখা যুক্ত হওয়ায় আমি আনন্দিত ও গর্ভিত। তাদের কাজ প্রসংসা করার দাবী রাখে। আমি অন্যান্য সামাজিক সংগঠনকে তাদের মতো পরিবেশ রক্ষায় কাজ করার জন্য অনুরোধ করছি।
বিশেষ অতিথি টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম মিয়া বলেনÑ আমরা আজকে এদেশ কে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এ উদ্যোগে নিয়েছে আমি আযোজকদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। পাশাপাশি এ আশাকরি অন্যান্য সকল সংগঠন এমনি ভাবে এগিয়ে এসে আমাদের আগামী প্রযন্মকে সুন্দর সবুজ শ্যামল পরিবেশে বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার মতো করে তুলবে।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ-কমিটির সহ সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু বলেন এ ধরনের একটি কাজের সাথে অভিযাত্রা’র সাথে যুক্ত হতে পেরে যুগান্তর- স্বজন সমাবেশ একধাপ এগিয়ে গেছে। ভবিষ্যতে সমাজ উন্নয়নে এধরনের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করবে।