ভোলা(দক্ষিন)প্রতিনিধি ।।
ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আঃ রাজ্জাক হত্যাকান্ডের ঘটনায় চরফ্যাশনের শশীভূষন থানায় বুধবার (৩০সেপ্টেম্বর)রাতে আ’লীগের অঙ্গ সংগঠনের ১৭জনকে সনাক্ত করে একটি এজাহার দায়ের করা হয়েছে। নিহত আঃ রাজ্জাকের পারিবারিক সূত্র ও থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্মম নির্যাতনে হত্যাকান্ডের শিকার আঃ রাজ্জাকের পিতা মোঃ হোসেন মিয়া জানান,তিনি বাদী হয়ে ১৭জনকে সনাক্ত করে অজ্ঞাতনামা আরো অনেককে আসামী করে শশীভূষন থানায় ৩০সেপ্টেম্বর রাতে একটি এজাহার দায়ের করেছেন।
শশীভূষন থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শামছুল আরেফিন জানান,নিহত আঃ রাজ্জাকের পিতা মোঃ হোসেন মিয়া বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।দায়েরকৃত এজাহারটি এফআইআর ভূক্ত করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এজাহারটি এফআইআর ভূক্ত হয় নি বলে থানা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে,চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আঃ রাজ্জাককে ঈদুল আযহার রাতে(২৫সেপ্টেম্বর শুক্রবার)চরফ্যাশনের চেয়ারম্যান বাজারে যুবদল,ছাত্রদল নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছে নিহত আঃ রাজ্জাকের ছোট ভাই আঃ রহমান।