এম,এ কাশেম ।
গাজীপুর সদর থানাধিন মুক্তিযুদ্ধা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ধর্ষণের ৫ দিন পার হয়ে গেলে ও ধর্ষক কে আটক করতে পারেনি শ্রীপুর থানা পুলিশ ।
ঘটনার বিবরনে জানা যায় গাজীপুর সদর থানাধিন ভবানিপুর মুক্তিযুদ্ধা কলেজের ছাত্রীকে বাগের বাজারের ইসলাম কাইয়ার ছেলে শিহাব কাইয়া শ্রীপুরের ইজ্জত পুরে মমতাজ শুটিং স্পটে নিয়া জোর পূর্বক গত ২৯।০৯।২০১৫ ইং তারিখে ধর্ষণ করার চেষ্টা করেন । শিহাব একা ধর্ষণ করতে না পারায় পরে তার বন্ধু আল আমিন অপর একজন বন্ধুর সহযোগিতায় ছাত্রীকে শিহাব ধর্ষণ করেন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং বাদীকে মামলা থেকে বিরত থাকতে হুমকি অব্যহত রাখেন বলে জানা গেছেন ।
এই ব্যপারে অবশেষে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিহাবকে প্রধান আসামী ও তার ২ সহযোগী সহ ৩ জনের নাম উল্লেখ করে কলেজ ছাত্রীর মা বাদি হয়ে ০১।১০।২০১৫ ইং তারিখে একটি মামলা দায়ের করেন , যার নং ০১ । উক্ত মামলার তদন্ত কারী কর্মকর্তা এস,আই মুজিবুর রহমান জানান আমি মামলার তদন্ত করতেছি এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা করছি ।
তিনি আর ও জানান এই ঘটনা অন্যহাতে প্রবাহিত করতে একটি মহল ডাক্তারি মেডিক্যাল রিপোর্ট মিথ্যা প্রমানিত করার জন্য জোর চেষ্টা করে যাচ্ছেন বলে তিনি বিষয়টি জানান ।মামলার বাদি বলেন, আমি ন্যায় বিচারের পাব কিনা জানিনা কারণ আমরা গরীব আমি গাজীপুর তদুপুরি বাংলাদেশের সকল প্রশাসনের প্রতি একটা অনুরুদ করি আমার মেয়ের ইজ্জত নষ্ট কারী শিহাবের বিচার চাই আর যেন এই রকম নরপশুর কারনে কোন মেয়ের ইজ্জত হরণ না হয় ।
তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আমার মেয়ের কলেজে যাওয়া বন্ধ করে দিল এই শিহাব। এই ব্যপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান আমি এই ঘটনা মামলা নিয়েছি এবং আসামিকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি ।