টঙ্গীর এরশাদনগর ৪নং ব¬ক এলাকা থেকে গত শনিবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবা, ৬০০পিস বিদেশী বিয়ার, পাঁচটি রামদা ও একটি ককটেলসহ দুই মাদক ব্যবসায়ী আল আমিন (২৫) ও তার স্ত্রী সালমা বেগম (২০) কে গ্রেফতার করেছে।
জানা যায়, টঙ্গী থানা পুলিশ গত শনিবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে এরশাদনগর ৪নং ব¬কের হাসেম মোল¬ার টিনশেড ভাড়াটে বাড়ীতে অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবা, ৬০০পিস বিদেশী বিয়ার, পাঁচটি ছামুরাই(রানদা) ও একটি ককটেল উদ্ধার করে। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।