৫২ মফস্বল ডেস্ক ।।
বেতন বৈষম্যের প্রতিবাদ ও সরকারী নতুন বেতনস্কেল ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, চাকুরির নিশ্চয়তা প্রদান, সাপ্তাহিক ছুটি ও জাতীয় সকল ছুটি প্রদানের বিধানসহ পাঁচদফা দাবী আদায়ের লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে টঙ্গী সরকারি হাসপাতাল প্রাঙ্গণে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
টঙ্গীস্থ ফারিয়ার উপদেষ্ঠামন্ডলীর সভাপতি মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, মাহমুদুল হক, বায়েজীদ, শাহীন ফকির, আবুল হাসনাত, কছিমউদ্দিন প্রমুখ।