এ এম ইয়ামিন।।
ভোলার ইলিশা মেঘনা মোহনার ইলিশা এলাকায়, আজ শনিবার দুপুর দুই’টা ২০ মিনিটে, মেঘনার প্রবল স্রোতের মুখে এক বেদে পরিবারের পাঁচ সদস্য সহ নৌকা ডুবির ঘটনা ঘটে ।
এতে একই পরিবারের পাঁচ সদস্য নিখোঁজ হন, পরে স্থানীয় লোকজন এক বেদে পরিবারের সদস্যকে উদ্ধার করেন বলে জানাগেছে।
নিখোঁজ চার বেদে ও উদ্ধার এক জনের বাড়ি মুন্সিগঞ্জ বলে স্থানীয়রা জানান।
এই বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এস আই বশির আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাতদিয়ে আমাদের রিপোর্টার এ এম ইয়ামিন এর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।