ভোলা প্রতিনিধি॥
ঝাঁকঝমকপূর্ন সম্মেলনের মাধ্যমে ভোলার মনপুরা উপজেলা বিএনপি’র পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ২৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ভোলা সদরের কালীনাথ রায়ের বাজারে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এই ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। সম্মেলন শুরুর প্রাক্কালে মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামস্ উদ্দিন বাচ্চু চৌধূরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সম্পাদক আলহাজ্ব মোঃ ফারুক মিয়া, যুগ্ম সম্পাদক হারন অর রশীদ ট্রুমেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব ডা. কামাল উদ্দিন, এড. রফিকুল ইসলাম, নবনির্বাচিত সম্পাদক অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, সাবেক সম্পাদক আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন মাতাব্বর, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছালাউদ্দিন মাষ্টার, যুবদল সভাপতি রাজীব চৌধূরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইস্তাক আহমেদ জুয়েল এবং ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিন।
সম্মেলনে ভোলা জেলা বিএনপির নের্তৃবৃন্দসহ মনপুরা উপজেলা বিএনপি এবং অংগ সংগঠনের প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে গোপন ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন করে জেলা বিএনপি। মোট ভোটার ছিল ৮ জন। সভাপতি পদে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সাবেক আহবায়ক আলহাজ্ব শামস্ উদ্দিন বাচ্চু চৌধূরী বিনা প্রতিন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন।
সম্পাদক পদে ৪ প্রার্থী আলহাজ্ব ডা. কামাল উদ্দিন, অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার এবং মিলন মাতাব্বর এর মধ্যে ৫ ভোট পেয়ে মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার পেয়েছেন ৩ ভোট। অন্য প্রার্থীরা কোন ভোট পাননি। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক যুগ্ম সম্পাদক এবং মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল আলম শাহীন ৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছালাউদ্দিন মাষ্টার কোন ভোট পাননি।
নবনির্বাচিত নের্তৃবৃন্দ ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশ মাতৃকার কল্যানে এবং গনতন্ত্র রক্ষার সংগ্রামে সকলের সাথে হাতে হাত রেখে কাজ করার অঙ্গীকার করেন।