ইয়ামিন হোসেন, ৫২ ভোলা উত্তর প্রতিনিধি ।।
ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দিনমজুরের
প্রতিবন্ধি মেয়ে (১৪) কে বিয়ের প্রলভন দেখিঁয়ে পার্শবর্তী ৬নং ওয়ার্ডের সাহজাহান মাঝির ছেলে হানিফ (২৪) ধর্ষন করে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৭ অক্টোবর বিকালে দিনমজুরের প্রতিবেশি ফারুক এর শেলক হানিফ বেড়াতে এসে প্রতিবন্ধি মেয়ে (১৪)কে বিয়ের প্রলভন দিয়ে ধর্ষন করে বলে অভিযোগ করে ভুক্তভুগী পরিবার, ধর্ষিতা ও তার পরিবার সূত্রে জানাযায় ঐ হানিফ প্রতিবন্ধিকে তার বেহাই কালুর মাধ্যমে প্রেমের প্রস্তাবের এক পর্যায়ে বিয়ের প্রলভন দিয়ে হানিফের বোনের ঘরে ধর্ষন করে।
বিষয়টি জানাজানি হলে হানিফ বিয়ে করার আশ্বাস দিলে ধর্ষিতার পরিবার স্থানীয় গন্যমান্যদেরকে জানিয়ে পার্শবর্তী জংশন বাজারে কাজী আনতে গেলে হানিফ তার ভগ্নিপতি ফারুক ও বেহাই কালুর সাহায্যে পালিয়ে যায়।
এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন হাওলাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে তার ছোট ভাই মোশারেফ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই ব্যাপারে ভোলা জেলা মানবাধিকার সংস্থায় লিখিত অভিযোগ দিলে, মানবাধিকার সহায়তা কেন্দ্রর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের জানান, মানবাধিকার সংস্থায় সভাপতি মোতাছিম বিল্লাহ । তবে ধর্ষক হানিফের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। এদিকে, এলাকাবাসী প্রশাসনিক তদন্ত, ধর্ষক ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন ।