৫২ স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক ।।
সুস্থ্য ও সুন্দর জীবনের জন্য হাটার কোন বিকল্প নেই, টঙ্গীর গোল্ডেন লাইফ আইডিয়াল স্কুলে দুই নভেম্বর রবিবার সকাল ১০ টায় যুগান্তর স্বজন সমাবেশ ও টঙ্গী ফাউন্ডেশন এর যৌথ উদ্ধেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলির সঞ্চালনায় ‘প্রজন্ম পরিবর্তিত হোক স্বাস্থ্য সুরক্ষার হাত ধরে’ এই স্লোগানকে সামনে রেঁখে স্বাস্থ্য সুরক্ষায় আমাদের করনীয় কি সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করেন ডাঃ মোঃ আবু রায়হান, তিনি বলেন- সুস্থ্য সবল সুন্দর রোগমুক্ত জীবনযাপনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পুষ্ঠিকর খাবার গ্রহন এর পাশাপাশি ধুমপান, অ্যালকোহল, জদ্দা ইত্যাদি ত্যাগ করতে হবে। থেরাপিষ্ট সামসুল আমিন বলেন নিয়মিত প্রটিন গ্রহনের পাশাপাশি শারিরিক ব্যয়াম এর অভ্যাস করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, টঙ্গী ফাউন্ডেশনের মহাসচিব এম. শাহীন হোসেন, যুগ্ন মহাসচিব রফিকুল ইসলাম রিপন, জহিরুল আলম বাধন, আব্দুল্লাহ আল হাতেম, গোল্ডেন লাইফ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ফিরোজা বেগম সুবর্না, সোহেল রানা চমন, বশির আলম মাল, মাওলানা রফিকুল ইসলাম, সুমসুল আমিন, ডা.নয়ন পাটোয়ারী। আলোচনায় আরো উপস্থিত ছিলেন, আইনুল হক, ইকরামুল হক, মামুন খান, রফিকুল ইসলাম, ফকরুল আলম, কামরুন্ন্হার কনিকা, সোনিয়া, শাহিনা খাতুন আরজু, রুকসানা কবির, ফারজানা শিখা, শাহনা আক্তার, আমিনা রহমান, সায়রা আক্তার, হালিমা আক্তার, সোহেলী আক্তার স্বর্ণা, সাবিনা আক্তার, শাকিলা আক্তার, রীমা রানী বসু, ফাতেমা ইয়াছমিন প্রমুখ।