৫২ রাজনীতি ডেস্ক।।
বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বগুড়ায় হয়ত কখনই আওয়ামী লীগ ১-২টির বেশি আসন পায়নি। কিন্তু তাই বলে কখনও বগুড়াকে অবহেলা করা হয়নি। বরং বগুড়ার উন্নয়নে কাজ করেছে আওয়ামী লীগ সরকার।
তিনি বক্তব্য শুরু করার আগে বৃহস্পতিবার বেলা ১২টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। বগুড়া জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত আছেন আওয়মী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরি, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আলহাজ্ব হাবিবুর রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ইতোমধ্যেই জনসভায় বক্তব্য রেখেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র খায়রুজ্জামাপন লিটন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খাদিজা খাতুন শেফালী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল হাসান রিপু ও টি জামান নিকেতা, জেলা শ্রমিক লীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মণ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুর রহমান দুলু ও জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান তিতাস।
শেখ হাসিনা বেলা ৩ টা ৪০ মিনিটে আলতাফুন্নেছা খেলার মাঠে পৌঁছেই সেখানে স্থাপিত ইলেকট্রনিক ডিজিটাল বোর্ডের মাধ্যমে মোট ৩৫ টি প্রকল্পে উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন। এরমধ্যে ১৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৫ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী। তাঁরপর তিনি জনসভা মঞ্চে আসন গ্রহণ করেন। বর্তমানে সেখানে স্থানীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখছেন।
সূত্র- ইত্তেফাক।
এ জাতীয় আরো খবর...