৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
সিরিয়ার রাকা শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের একটি শক্ত ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স।
প্যারিসে ভয়াবহ হামলার দুদিন পরেই এই হামলা চালানো হলো বলে সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ফ্রান্সের ১২টি যুদ্ধবিমান সিরিয়ার রাকা শহরে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে আইএসের একটি কমান্ড সেন্টার ও একটি প্রশিক্ষণ শিবিরও রয়েছে।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ প্যারিসে হামলার জন্য আইএসকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন।
এদিকে ফ্রান্সের পুলিশ কর্মকর্তারা বলছেন, প্যারিসে হামলার সাথে সরাসরি জড়িত সন্দেহে যে ব্যক্তিকে খোঁজা হচ্ছে সে ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
প্যারিসে হামলাকারীদের মধ্যে এক ফরাসি পরিবারের তিন ভাই জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের ছয়টি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের বোমা ও গুলিতে অন্তত ১২৯ জন নিহত ও কমপক্ষে ৩৫০ জন আহত হয়।
এ ঘটনায় ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এছাড়া হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি।
শুক্রবার রাতের হামলার পর শনিবার ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।
পরে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও হামলার জন্য আইএসকে দায়ী করে বিবৃতি দেন। এছাড়া ইরাক ও সিরিয়ায় আইএসের অবস্থানের ওপর ফরাসি বিমান হামলা অব্যাহত থাকবে বলেও সে সময় ঘোষণা দেন ওলাঁদ।
সুত্র- সমকাল।