ভোলা দক্ষিন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ গ্রামের ৮নং ওয়ার্ডে ১ সন্তানের জননী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্বামীর নির্যাতনে এই গৃহ বধু আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
১৭ নভেম্বর ভোরে গৃহ বধু রিনার পৈত্রিক বাড়িতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও থানা সূত্র জানায়, জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ ৮নং ওয়ার্ডের আবদুল গনি হাওলাদার এর মেয়ে রিনা বেগম (৩০) এর সাথে আছলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরে আলম মাঝির সাথে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ্ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর থেকেই বিভিন্ন ঠুনকো অভিযোগে স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে আসছে। গত ১৬ নভেম্বর রিনা বেগম কে স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন মারধর করে। ১৭ নভেম্বর মঙ্গলবার ভোরে রিনা বেগম অভিমানে কীটনাশক পানে পিতার গৃহে আত্মহত্যা করে।
চরফ্যাসন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক জানান, রিনা বেগমের লাশ সকালে চরফ্যাসন থানা পুলিশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে একটি নিয়মিত মামলা নং- ০৯, তাং- ১৭/১১/২০১৫ দায়ের করা হয়েছে।