গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনে মহানগর পুলিশ ব্যবস্থা চালু করা হচ্ছে। এ লক্ষ্যে ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৫’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ দুই আইনের খসড়া অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য্য সাংবাদিকদের জানান, অন্যান্য মেট্রোপলিটন এলাকাগুলোর মতো গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন এলাকার জন্যও আলাদা পুলিশ গঠনের আইন হচ্ছে।
তিনি জানান, মন্ত্রিসভা এ সংক্রান্ত দুটি আইনের খসড়া অনুমোদন করেছে। এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে যথাযথ প্রক্রিয়ায় এটা চূড়ান্ত আইনে পরিণত করা হবে।