অলিদুর রহমান অলি, টঙ্গী থেকে।।
টঙ্গীর গাজীপুরা ভিয়েলাটেক্স গার্মেন্ট কারখানার নিয়ন্ত্রণাধীন বিকাশ স্কুলের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি খরতৈলের বিকাশ স্কুল থেকে শুরু হয়ে গাজীপুরার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভিয়েলাটেক্স কারখানার প্রধান মানব সম্পদ কর্মকর্তা মো. সাইফুল্লাহ খালেদ শাহরিয়ার, বিকাশ স্কুলের প্রধান শিক্ষিকা শায়লা জামিল, শওকত আলী, শাহিনা আক্তার প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন টিম লিডার অমিত কুমার আগরওয়াল, নাইমা আক্তার, প্রধান প্রশাসনিক কর্মকর্তা শেখ ওয়ালিদ প্রমুখ।