এম,এ কাশেম গাজীপুর থেকে।।
গাজীপুরে শ্রীপুরে বিরোধপূর্ণ ফসলের জমিতে মহিষ চড়ানোকে কেন্দ্র করে নাতির হাতে দাদা নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে । নিহত ব্যক্তির নাম আব্দুল আওয়ল বয়স ৭০ বছর । জানা যায় নিহত আব্দুল আওয়াল কাওরাইদ ইউনিয়নের যুগীরছিট গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে ।
সরেজমিনে গিয়ে জানা যায় একই উপজেলার যুগীরছিট গ্রামের আব্দুল করিমের পুত্র সবুজ মিয়া (৩০), লিটন মিয়া (৩৪) ও আব্দুল আজিজের পুত্র আব্দুল লতিফ (৪০) ও শহীদ মিয়ার (৪৫) সাথে জমি নিয়ে দীর্ঘ প্রায় ৫ বছর ধরে স্থানীয় আব্দুল আউয়ালের বিরোধ চলে আসছিল ।
বিরুদপূর্ণ জমিতে আব্দুল আওয়াল বুধবার দুপুরে দিকে তার নিজের মহিষ নিয়ে চড়াতে গেলে প্রতিপক্ষ হিসাবে সবুজ ও লিটন মহিষ চড়াতে বাঁধা দেন ।
এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটি ও বাকবিতন্ডার সৃষ্টি হয় । এক পর্যায়ে সবুজ আওয়ালকে সজোরে ধাক্কা দিলে আওয়াল মাটিতে লুটিয়ে পড়েন । পরে স্হানীয় লোকজন এসে আওয়াল কে আহত অবস্হায় শ্রীপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আওয়ালকে মৃত ঘোষণা করেন । এই ব্যপারে শ্রীপুর থানার এস আই সাইফুল ইসলাম জানান সবুজের ধাক্কায় মাটিতে লুটিয়ে পরে আঘাত প্রাপ্ত হয়ে আব্দুল আওয়াল নিহত হয়েছে ।
এই ঘটনায় নিহতের ছেলে বোরহান বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় হত্যা মামলার অভিযোগ দায়ের করেন । আওয়াল মৃতের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ঘাতকেরা পালিয়ে যান বলে এলাকাবাসি জানান ।
নিহতের আওয়ালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।