ওবাইদুল ইসলাম গাজীপুর থেকে।।
গাজীপুরে বিডি ফুড লিমিটেডের ২৬ লক্ষাধিক টাকা মঙ্গলবার ছিনতাই করেছে সশস্ত্র দুর্বৃত্তরা, এসময় ছিনতাইকারীদের হামলায় বিডি ফুডের কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছে।
বিডি ফুড লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুল জাহের ও আহতরা জানান, বিডি ফুড কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের গত মাসের বেতন ভাতা প্রদানের জন্য মঙ্গলবার দুপুরে কারখানার ক্যাশিয়ার গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। পরে দু’সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে কারখানার ক্যাশিয়ার ব্যাংক থেকে টাকা নিয়ে মাইক্রোবাসযোগে কারখানায় ফিরছিল। পথে মাষ্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর রোভারপল্লী এলাকায় পৌছলে সশস্ত্র ৫ দুর্বৃত্ত দু’টি মোটরসাইকেল যোগে এসে মাইক্রোবাসটির গতিরোধ করে।
এসময় দুর্বৃত্তরা পিস্তল, রড, ছুড়ি নিয়ে মাইক্রোবাসে হামলা চালায়। হামলাকারীরা মাইক্রোবাসের কাঁচ ভাংচুর করে এবং চালকসহ মাইক্রোবাসের চার আরোহীকে এলোপাতাড়ি মারধর করে। পরে তারা ব্যাংক থেকে উত্তোলনকৃত কারখানার ২৬ লাখ ১০ হাজার ২৭৭টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলো- কারখানার ক্যাশিয়ার বেলাল হোসেন (৩০), সিকিউরিটি গার্ড আবুল কালাম (৩৫) ও মো: শাহাদাত (৩২) ও মাইক্রোবাস চালক লিটন (৪৫)।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দূর্বৃত্তদের পাকড়াও করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে