মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেমিনারে বক্তারা টেলিভিশনের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত “অতিরিক্ত বিজ্ঞাপনের প্রভাব ও এর আধেয় বিশ্লেষণ” বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন এসএ টিভির প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ সালাহউদ্দিন জাকি এবং সাংবাদিক, কলামিস্ট ও কবি এরশাদ মজুমদার।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহানগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষক রফিকুজজামান রুমান।
অধ্যাপক মাহমুদ হাসান বিজ্ঞাপনে নারীর বিকৃত উপস্থাপনার সমালোচনা করে বলেন, নারীকে কোনোভাবেই পণ্য হিসেবে বিজ্ঞাপনে উপস্থাপন করা যাবে না। নারীর মর্যাদা রক্ষা করতে না পারলে দেশে পরিবার প্রথা হুমকির মুখে পড়বে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।
সালাহউদ্দিন জাকি বলেন, বিজ্ঞাপনের গুরুত্ব রয়েছে। তবে বিজ্ঞাপনের ভাষা ও আধেয় অনৈতিক হওয়া উচিৎ নয়। দেশের চ্যানেলে বিদেশি বিজ্ঞাপন প্রচারের নিন্দা জানিয়ে তিনি বলেন, সুস্থধারার বিজ্ঞাপন নির্মাণে সচেতনতামূলক আন্দোলন শুরু করা দরকার।
এরশাদ মজুমদার দীর্ঘ সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করে তরুণ প্রজন্মকে সাহসী ও সৎ সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে এখন যা চলছে তার অধিকাংশই “অনুমান-নির্ভর” সাংবাদিকতা।
বিভাগের শিক্ষক বুরহান উদ্দিন ফয়সালের পরিচালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইকরাম আলী শেখ, ফার্মেসির প্রধান অধ্যাপক নুরুন্নাহার রহমান, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড.জাকারিয়া আহমেদ চিশতী, সিইসি’র প্রধান অধ্যাপক আশরাফুল ইসলাম এবং বিভাগের শিক্ষক মামুন উদ্দিন ও ফারিবা তাবাসসুম। (প্রেস বিজ্ঞপ্তি)